রহমত নিউজ 20 April, 2025 03:03 PM
শাপলা চত্বরে গণহত্যার বিচার ও নারী সংস্কার কমিশন বাহিলসহ ৫ দফা দাবিতে আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
রোববার (২০ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে দলটির কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকের পর দলটির মহাসচিব মাওলানা সাঈদুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে সমাবেশের তারিখ ঘোষণা করেন।
হেফাজতে ইসলামের আমির শাহ্ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এবং হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক দলের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন।
তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি দাবি হলো:
১। ২০১৩ সালের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিচার করা।
২। ফ্যাসিবাদী আমলে হেফাজতের বিরুদ্ধে করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা।
৩। নারী সংস্কার কমিশনের ধর্মীয় বিধান সংশোধন এবং ইসলামী উত্তরাধিকার আইন বাতিল করতে হবে।
৪। ভারতীয় ওয়াকফ আইন এবং ফিলিস্তিনে গণহত্যা প্রসঙ্গে প্রতিবাদ করতে হবে।
৫। ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা।
এসময় মাওলানা মামুনুল হক বলেন, আমাদের দাবি যদি সরকার মেনে না নেয়, তাহলে আগামী ৩ মে-র পর আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” তিনি আরও বলেন, “আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাই, কিন্তু আমাদের দাবি আদায় না হলে, প্রতিবাদ আরও তীব্র হবে।
মহাসমাবেশের ঘোষণার পাশাপাশি আগামী ২৫ এপ্রিল বাদ জুমা দেশের প্রতিটি জেলা এবং উপজেলা শহরে বিক্ষোভ কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছে হেফাজত। একইসাথে, আগামী মঙ্গলবার থেকে এক সপ্তাহের জন্য গণসংযোগের কর্মসূচিও শুরু হবে।
এ বিষয়ে মাওলানা মামুনুল হক আরও বলেন, আমরা সব জায়গায় জনগণের মধ্যে আমাদের দাবির ব্যাপারে সচেতনতা তৈরি করব। জনগণের সমর্থন পেলে আমাদের আন্দোলন আরও শক্তিশালী হবে।